নারীর সম্পত্তির অধিকার ও ইসলাম

ধরেই নেওয়া হয়েছে নারী পুরুষের উপর নির্ভরশীল, পুরুষের মুখাপেক্ষী হয়ে আছে এবং চিরকাল তাই থাকবে। তাই বাবার সম্পত্তিতে তার ভাগ পুত্রের তুলনায় অর্ধেক। আধুনিক সমাজে নারী শিক্ষা লাভ করে স্বাবলম্বী হয়েছে। অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে যেখানে স্ত্রী স্বামীর তুলনায় অধিক গুরুত্বপূর্ণ পদে আসীন এবং তার রোজগার ও সামাজিক গুরুত্ব স্বামীর তুলানায় অধিক। তাহলে ১৪০০ বছর আগের সম্পত্তি বণ্টনের এই নিয়ম কি এখনও বলবৎ থাকবে নাকি তার পরিবর্তনের প্রয়োজন আছে? এই প্রশ্নের জবাব কী? 

by বাইজিদ হোসেন | 20 June, 2023 | 1131 | Tags : inheritance law in islam muslim women's rights muslim personal law board fundamental rights